ঢাকারবিবার , ২৮ এপ্রিল ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন পীর সাহেব চরমোনাই এর পক্ষ্য থেকে বাংলাদেশ মুজাহিদ কমিটি কুষ্টিয়া জেলার উলামায়ে কেরামগণ

এইচ,এম,সাইফ উদ্দীন আল-আজাদ
এপ্রিল ২৮, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ । ২৩ জন
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন পীর সাহেব চরমোনাই এর পক্ষ্য থেকে বাংলাদেশ মুজাহিদ কমিটি কুষ্টিয়া জেলা শাখা

গত:০৯/০৩/২৪ইং, শনিবার আনুমানিক বেলা ১১ ঘটিকায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার অন্তর্গত বাহাদুরপুর ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এতে প্রায় ৮৫০ থেকে ৯০০ পরিবারের আয়ের একমাত্র উৎস পানের বরজ পুড়ে ভস্ম হয়ে যায়,তাতে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়।খবর পেয়ে পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মোঃ রেজাউল করিম ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও তাদের কল্যাণের জন্য দোয়া করেন এবং স্থানীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।বাংলাদেশ মুজাহিদ কমিটি কুষ্টিয়া জেলা শাখার তত্ত্বাবধানে ভেড়ামারা উপজেলা দায়িত্বশীলদের মাধ্যমে পীর সাহেব চরমোনাই এর পক্ষ্য হতে ক্ষতিগ্রস্ত পরিবারদের তৎক্ষণাৎ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। গত ২৭/০৪/২৪ইং, শনিবার পীর সাহেব চরমোনাই এর পক্ষ হতে ২য় বার ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়, সর্বমোট ১১০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন: বাংলাদেশ মুজাহিদ কমিটি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ বিন হানিফ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ আখন্দ, কোষাধক্ষ্য মোহাম্মদ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফতি আহমাদুল্লাহ হাবিবি,কুষ্টিয়া প্রেসক্লাবের ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ,মদিনাতুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মুফতি ফরিদ উদ্দিন আবরার, বাংলাদেশ মুজাহিদ কমিটি ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব জিয়াউল হক সঞ্চয়, ইমাম কাম অডিটর মুফতি আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ। পরিশেষে ক্ষতিগ্রস্ত পরিবার,দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষনা করা হয়।

error: Content is protected !!