ঢাকারবিবার , ২৬ মার্চ ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া-২ আসন মিরপুর ভেড়ামারা’র কৃতি সন্তান ডক্টর শহিদুল ইসলাম ফারুকী’র পক্ষ থেকে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শুভেচ্ছা বার্তা

আজাদীর কন্ঠ মিডিয়া
মার্চ ২৬, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ । ১১৪৯ জন
আগামী সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনের সম্ভাব্য প্রার্থী ডক্টর শহিদুল ইসলাম ফারুকী'র শুভেচ্ছা বার্তা।

বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শৌর্য -বীর্যের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।প্রতিদিনের মতো আজও ভোরের সূর্যালোকের বর্ণচ্ছটায় রাঙাবে কৃষ্ণচূড়া গ্রামীণ পথের শেষে নদীর তীরে অশ্বথ শাখা থেকে ভেসে আসবে কোকিলের কুহুতান। শ্যামল প্রান্তরের দূর দূরান্ত থেকে আজ বাজবে রাখালিয়ার মনকোড়া বাঁশির সুর। নীল আকাশের বুকে ডানা মেলে উড়ন্ত বলাকার ঝাঁক কলকাকলিতে মুখরিত হবে জনপদ। তবুও অন্য যেকোন দিনের চেয়ে আজকের দিনটি সম্পূর্ণ আলাদা। ভিন্ন আমেজের, ভিন্ন অনুভূতি ও ভিন্ন স্বাদের আমাদের এই প্রিয় স্বাধীনতা দিবস।জাতীয় জীবনের সবচেয়ে আলোচিত সবচেয়ে গৌরবের স্মৃতি নিয়ে আবারও ফিরে এসেছে চির অম্লান আনন্দ বেদনায় মিশ্রিত দিবসটি। কোন দেন দরবার নয়, কারও দোয়ার দানে নয়, সাগর সমান রক্তের দামে বাংলাদেশ অর্জন করেছে স্বাধীনতা। সর্বোপরি কুষ্টিয়া-২ আসন (মিরপুর ভেড়ামারা) এর পক্ষ থেকে দেশবাসীকে জানায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। সেইসাথে এ মহান স্বাধীনতা ছিনিয়ে আনতে দেশের জন্য যেসকল ভাই বোনেরা শহীদ হয়েছেন তাঁদের মাগফিরাত কামনা করছি।

শুভেচ্ছাদূত: ডক্টর শহিদুল ইসলাম ফারুকী, লেকচারার: এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ,সভাপতি: বাংলাদেশ জাতীয় লেখক পরিষদ।

error: Content is protected !!