ঢাকাবৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ দা’ঈ ইলাল্লহ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

আজাদীর কন্ঠ মিডিয়া
জুলাই ২০, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ । ৮৩৪ জন
বাংলাদেশ দা'ঈ ইলাল্লহ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

ধর্মীয় প্রতিবেদক: বাংলাদেশ দা’ঈ ইলাল্লহ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির একাংশের উপস্থিতিতে রাজশাহী বিভাগে ঈদ পুনর্মিলনী -২০২৩ইং:অনুষ্ঠানে হয়েছে।১৯/০৭/২০২৩ইং: বুধবার দিনব্যাপী রাজশাহী বিজিবি ক্যাম্প পদ্মারপাড়ে বর্তমান প্রেক্ষাপটে আলোড়ন সৃষ্টিকারী তরুণ ওয়ায়েজ (বক্তা) দের অন্যতম সংগঠন বাংলাদেশ দা’ঈ ইলাল্লহ পরিষদ ও মানবিক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দা’ঈ ইলাল্লহ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফেজ মাওঃ সায়েম বিল্লাহ এর সভাপতিত্বে ও মহাসচিব হাফেজ মাওঃ মুফতী মঈনুল হক আহছানীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক আনসারী, কেন্দ্রীয় সহ- সভাপতি মুফতী আলাউদ্দীন আল-আজাদ, কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওঃ মুতাসিম বিল্লাহ,কেন্দ্রীয় প্রচার ও প্রকসশনা সম্পাদক হাফেজ মাওঃ মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ, যুগ্ম মহাসচিব মাও: ইব্রাহীম খলীল,কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী শামিম আল-মিসবাহ,মুফতী মাহফুজুর রহমান হাকিমপুরী, মুফতী শাহ ওয়ালিউল্লাহ,মিডিয়া সমন্বয়ক আবিদ হাসান অভি সহ অসংখ্য ওলামায়ে কেরামগণ।এসময় বক্তারা বলেন সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবতার সংগঠন বাংলাদেশ দা’ঈ ইলাল্লহ ফাউন্ডেশন মানবতার ফেরিওয়ালা হয়ে নিরলসভাবে হাজার হাজার উলামায়ে কেরামগণ নিয়ে কাজ করে যাচ্ছে অত্র ওলামাদের পরিষদ। এই মুহুর্তে দেশ পেরিয়ে দেশের বাহিরে ইন্ডিয়া, সৌদিআরব মক্কা,মদিনা, মিশর,দুবাই, কাতার, মালয়েশিয়া,কুয়েত সহ অসংখ্য দেশে বাংলাদেশ দা’ঈ ইলাল্লহ ফাউন্ডেশন কমিটি বাস্তবায়নের মাধ্যমে বৃহৎ পরিসরে মানবসেবায় নিয়োজিত থেকে ওয়াজের ময়দান ও মসজিদের মেম্বারে ইসলাম প্রচারেও গঠনমূলক আলোচনার মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। সম্পূর্ণ আল্লাহ তায়ালাকে সন্তোষ্টির লক্ষ্যে বাংলাদেশ দা’ঈ ইলাল্লহ পরিষদ ও মানবিক ফাউন্ডেশন নিরলসভাবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে,এমন মহৎ সংগঠনের ছায়াতলে দেশ বিদেশের সকল নবীন প্রবীণ উলামায়ে কেরামদের এসে দ্বীন প্রচারে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।

error: Content is protected !!