ঢাকাবুধবার , ১ মে ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মে দিবস উপলক্ষ্যে শ্রমিকদের মাঝে “ছাতা ও শরবত” বিতরণ করেছে “কুষ্টিয়া নাগরিক পরিষদ”

এইচ,এম,সাইফ উদ্দীন আল-আজাদ
মে ১, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ । ২৩ জন
মহান মে দিবস উপলক্ষ্যে খেটে খাওয়া শ্রমিকদের মাঝে ছাতা ও শরবত বিতরণ করেছে "কুষ্টিয়া নাগরিক পরিষদ"

মহান জাতীয় মে দিবস উপলক্ষ্যে খেটে খাওয়া দিনমজুরদের মাঝে,তীব্র তাপদাহে ক্লান্তি নিবারনে ছাতা এবং তৃষ্ণা মিটাতে ঠান্ডা শরবত বিতরণ করেছেন “কুষ্টিয়া নাগরিক পরিষদ”। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার হানিফ নগরে খেটে খাওয়া দিনমজুর শ্রমিকদের মাঝে এই ছাতা ও শরবত বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত এর মাধ্যমে,কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ দৌলা তরুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও আগামী ৮মে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিক নিয়ে পূনরায় চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান আতা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যরিষ্টার গৌরব চাকী,কুষ্টিয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লাল মোহাম্মদ,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবউন-নেসা সবুজ,আর এইস এগ্রোফিড কুষ্টিয়ার ব্যবস্থাপনা পরিচালক রাইসুল হক পবন,কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু,পৌর ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, বঙ্গবন্ধু উলামা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ,পৌর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পাখি,২০নং ওয়ার্ড কাউন্সিলর এজাজুল হাকিম,১৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সনজু,সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক নজরুল ইসলাম প্রধান। এছাড়াও কুষ্টিয়া নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট শামস্ তানিম মুক্তির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক পরিষদের সেচ্ছাসেবক সহ অসংখ্য নেতাকর্মীবৃন্দ। উল্লেখ্য, শীত পেড়িয়ে গরম যখন অতিমাত্রায়, ঠিক তখন থেকেই মাত্রাতিরিক্ত তাপদাহে জেলার নাগরিকদের জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে শুরু থেকে একাধারে লাগাতার জনসেবা মূলক কাজ করে যাচ্ছে “কুষ্টিয়া নাগরিক পরিষদ”।

error: Content is protected !!